সব কিছু সেরে যাবে—

ছিড়ে ফেলা পাথরকুচি পাতা

মাটিতে ফেললে তরতর করে নতুন গাছ হয়।

বা ছেটে ফেলা মাথার চুল

দু মাস অন্তর আবার আগের মত।

আর শুকিয়ে যাওয়া চোখের মনি,

পলক ফেললেই ভিজে যায় আবার;

তাও ঠিক না হলে আছে অন্য প্রতিকার।

শুধু সারবে না ছয় বছর আগে থেতলে যাওয়া

শিনের মাংসপিন্ড আর—

গ্লোবাল কালচার ইন্সপায়ার্ড তোমার আমার সম্পর্ক।

কয়শ’ বছর পর কার্বন ফাইবারের শিন লাগিয়ে নিব।

পুরোনো জিনিসে বেশি মায়া থাকে না আমার;

কিন্তু মায়াও তো জন্মে পুরোনোতে।