Sunset at Mars’ Gale Crater (Curiosity)
মঙ্গল গ্রহের হলুদ কমলা আকাশ
নীল হয়ে যায়- বিকালে।
যে প্রহর আমার অপছন্দের ছিল
সে এখন অগুরুত্বপূর্ণ হালে-
পড়ে থাকে;
পাকা রাস্তায় ঢাকা পড়া-
শতবর্ষী কোন খালে।