যখন আযানের শব্দ আর ট্রাকের শব্দ মিশা যায়- যখন কুকুর সুর মিলায় ডাক দিতে ভুইলা যায়- যখন কাক অথবা পাখি কোনোডার ডাকই ভাল্লাগেনা; যখন আমি শুইয়া পড়ছি কিন্তু ঘুমাইতেছিনা- তখন আমি তোমারে নিয়া আর ভাবিনা। কারণ আইজ আমি সুপারম্যান।