আমি খালি টুথপেস্টের খোসা,
ঠান্ডা পুদিনা জড়ানো।
আমি শাদা অসময়ের সকাল,
সদ্য আধার ছাড়ানো।
আমি পানি লাগা পায়ের মোজা,
তিন প্রহরে না শুকানো।
আমি ট্রেনের হুহু বাতাস,
চকচকে চোখ কুড়ানো।
আমি ১০২ ডিগ্রি জ্বর,
মধ্য জুনে কাঁথা মোড়ানো।
আমি দু হাজার সতের সাল-
স্থির বা অতিরিক্ত পরিবর্তন মেশানো।