ঢাকা শহরের যেকোনো আকাশ- যেমনটা হইতে চায়।
ঘোলা ঘোলা দিন গুলি মিলা- রাইতে যেমনে আইসা যায়, ঘুমের ভিতরে।
সেরকম কোন সকাল বা বিকালে- তুমি দাঁড়ায় যাও অগোছালো দেওয়ালে। আর সময় থাইমা যায়; ফিরফিরানি বাতাশে। তাতে তোমার ফ্যাকাশে ময়ূর পেখম আঁচল, নড়লেও নড়তে পারে না। আমি জানি না। যেহেতু সময় থাইমা গেছে সোয়া চাইর ঘন্টা আগে।