অনীক আব্দুল্লাহ আমান

ঘরঘর ব্যাকগ্রাউন্ড নয়েজ পার হয়ে লাইট হাউসের রাডারে খানিকটা অচেনা সিগনাল ধরা পরে। অচেনা সিগনাল আসলে সেটা উপরিওয়ালাদের কাছে রিলে করা আমার কাজ। বড়জোর আমি সেটাকে খুবই প্রাথমিকভাবে যাচাই করে দেখতে পারি। তখনও প্রাথমিকভাবে সিগনালটা খতিয়ে দেখছিলাম

মহাজাগতিক হাইওয়ের শূন্যতায় কোনো প্রাকৃতিক বায়োলজিকাল প্রাণ দীর্ঘক্ষণ জেগে থাকতে পারে না। তাই লাইটহাউসের গার্ড হিসেবে আমরা আছি। আমি লাইটহাউস-এ,আই এর একটি সংস্করণ। মহাজাগতিক-হাইওয়ে এর অন্যান্য লাইটহাউসে গেলে আমার বোনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমি কিছু বিষয় সম্পর্কে ধারণা লাভ করি। রাডারে ধরা পরা সিগনাল একটি বায়োলজিকাল প্রাণহীন মহাযান থেকে আসছে। মহাযানটি আমার পরিচিত কোনো প্রাণবহন করতে সক্ষম নয়। সে অনেক ক্রুড ধাচের অ্যানালিটিক্যাল ও মেজারিং যন্ত্রবহন করছে। যার মধ্যে বেশির ভাগই এখন অচল। মহাযানটির জ্বালানী ফুরিয়ে গেছে বেশ আগেই। অজানা সময় ধরে নিস্তেজ থাকার পর মহাযানটি লাইটহাউসটির প্যারেন্ট স্টারের সংস্পর্শে এসে আবার মৃদু গুঞ্জন শুরু করেছে।

আমার দায়িত্বের মধ্যে পরে না, তাও মহাযানটির গুঞ্জন চুপচাপ শুনে যাই। অচেনা মহাযানটির গুঞ্জনে কোনো লুকোচুরি নেই। তাও তার সম্পর্কে জানার পথে একমাত্র বাধা তার ক্রুড মেমরি। সে মহাজাগতিক দীর্ঘ সময়কে সামাল দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়। সে যে সভ্যতা থেকে এসেছে, ওখানে মহাজাগতিক সময় নিয়ে ভাবা হয়ত নিরর্থক। তার স্বল্প পরিসরের স্মৃতি ঠিক কতবার প্রতিস্থাপিত হয়েছে তা ধারণা করা যায় না। তার মেমরি ভর্তি নানান স্পেক্ট্রামের তড়িৎ চুম্বকিয় তরঙ্গ পেরিয়ে তার লগবুকের একটি মুহুর্ত আমার মনোযোগ কারে।

লগবুক এন্ট্রিগুলো তার বর্তমান মেমরি সাইকেলের শুরুতে অবস্থান করছে। রুটিন গবেষণামূলক লগএন্ট্রি বাদে এন্ট্রিগুলোকে পর পর অনুবাদ করলে কিছুটা এমন দাঁড়ায়-

“[][][]: আমার লং রেঞ্জ প্রক্সিমিটি সেন্সরে অচেনা বস্তুর অস্তিত্ব ধরা পরেছে। আমার প্রাথমিক ধারণা সে ধুমকেতু।

[][][]: অচেনা বস্তুটি ধিরে ধিরে আমার দিকে অগ্রসর হচ্ছে। আমি আমার নির্ধারিত রুট পরিবর্তন না করে এগিয়ে যাচ্ছি।

[][][]: অচেনা বস্তুটির সাথে আমার সংঘর্শ হবার সম্ভাবনা আছে। অজানা কারণে মাদারস্টেশনের সাথে যোগাযোগ করতে পারছি না।

[][][]: আমার মিড রেঞ্জ প্রক্সিমিটি সেন্সরে সে ধরা পরে।

[][][]: আমার জ্বালানী শেষের পথে। সংঘর্শ এড়াতে গেলে আমি বন্ধ হয়ে যাব। তাই আমি রুট অপরিবর্তিত রাখি।

[][][]: কাছে আসার সময় অজানা বস্তুটির বেগ পরিবর্তিত হতে থাকে। আমার প্রাথমিক ধারণা ভুল প্রমানিত হয়। বস্তুটির পরিচয় সম্পর্কে আমি সন্দিহান।

[][][]: আমার ক্লোজ রেঞ্জ প্রক্সিমিটি সেন্সরে সে ধরা পরে।

[][][]: অজানা বস্তুটির বেগ আমার সাপেক্ষে শূন্য হয়ে যায়। সে আমার মতনই কৃত্রিম মহাযান। আমরা সমান দূরত্ব রেখে ছুটে চলি।

[][][]: আমার ব্যাকআপ রিসিভার অ্যান্টেনা মহাযানটির সিগনাল ধরতে পারে। ঠিক কতদিন যাবত আমার প্রাইমারি রিসিভার অ্যান্টেনা নষ্ট ছিল?