একটা মানুষ কতটা বাঞ্চোত হতে পারে
আমি ভেবে যাই।
আর একটা মানুষ কতকাল ধরে
বাঞ্চোত থাকতে পারে?
তিন দিন তিন রাত? কিংবা তিন সপ্তাহ?
কতোটা বাঞ্চোত হলে সেটা মেনে নেওয়া উচিত?
আমি ভেবে যাই।
কেউ কেউ বলেন,
বাঞ্চোত হলে সেটা হওয়া উচিত চিরকালের জন্যে।
জন্ম থেকে আমৃত্যু।
আর যেদিন থেকে একটা মানুষ বাঞ্চোত হয়,
সেদিনই তার নবজন্ম হয়।
তবে কি একজন মানুষ যেদিন বাঞ্চোত হয়া বন্ধ করে,
সেদিনই তার মৃত্যু হয়?
একটা ঘুমন্ত মানুষ কি কখনও বাঞ্চোত হতে পারে?
আমি ভেবে যাই।
একটা মানুষ কি সিজোনাল বাঞ্চোত হতে পারে?