আমি অনেক দুঃখিত- আমি ভুলে গেছি। আমি ভুলে গেছি স্টোরিতে দেওয়া সেই র‍্যান্ডম গাছকে, যাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মনে রাখার জন্যে অনেক দিন। কিন্তু কতদিন? আমি ভুলে গেছি। সত্যি বলছি, বিশ্বাস কর আমায়- আজ গ্যালারিতে চোখে না পড়লে কখনও মনে পড়ত না- যে আমি ভুলে গেছি- আমার পারফিউমের ঘ্রাণ, ঠিক করা রিক্সার ভাড়া, হেঁটে যাওয়া পথের দূরত্ব, আর কেটে ফেলা কেকগুলোর নাম। আমি ভুলে গেছি তোমার হাতের উত্তাপ মোড়ের ওভার ব্রিজ, হুট করে কেনা শাদা গোলাপ। আমি ভুলে গেছি। আমি দুঃখিত। আমি দুঃখিত আমার নিজের প্রতি- আমি দুঃখিত- আমি নিজেকেও ভুলে গেছি।