সাউথ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার

সাউথ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার

আমি ্যাব এর সাথে একদিন ছবি তুলতে চাই

ডেভিড মিলারের মত স্থবির ভঙ্গিমায় দাঁড়িয়ে

দু হাত একে অপরের বিপরীতে

শাদা সবুজ রজনীগন্ধ্যা হাতে-

যেন রাইফেল ধরে আছি।

যে রাইফেল কেবল শান্তির কথা বলে-

আর আবৃত্তি করে ভালবাসার কবিতা।

কাধে থাকবে এক জোড়া পায়ড়া-

যাদের আয়ত্তে আছে কেবল একটিই শব্দ-

মুক্তি।

এরপর যখন সন্ধ্যা পেরিয়ে রাত হবে

পেছনের লোকগুলো আঁধারে মিলিয়ে যাবে।

ওদের মিলিয়ে যেতেই হবে-

ওরা যে রাতের পাহারাদার, শান্তির রক্ষক।

আর এদিকে আমি দাঁড়িয়ে থাকব

চুপচাপ। ওদের অপেক্ষায়।

যতক্ষণ না সূর্যের বিচ্ছুরণ আগলে ধরছে সারা পৃথিবী।